আমাজন বাঁচানোর ডাক – সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন জনজাতির মহিলারাই
আরেক সংগঠক তাতিয়ানা এসপিনোজার কথায়, “আমরা যখনই কোনও এলাকায় গাছ কাটতে আসা শ্রমিক অথবা সেই শ্রমিক গোষ্ঠীর নেতৃত্বে থাকা সুপারভাইজরদের সঙ্গে কথা বলতে যাই, মেয়ে হবার কারণে তারা আমাদের রীতিমতো অগ্রাহ্য করে। কথার উত্তর দেওয়া অবধি প্রয়োজন মনে করে না।” তাতিয়ানা তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, “সেই সময় মনে হয় পাশে একজন পুরুষের সামান্য উপস্থিতিটুকুই আজও কিভাবে একেকটি ঘটনাকে সম্পূর্ণ প্রভাবিত করে চলে, দেখলে অবাক হতে হয়।”
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 26 March, 2024 | 515 | Tags : Amazon Rainforest Indigenous People Feminist Movement Climate Change